মুসলিম যুবকদের ভুলে যাওয়া পয়গামকে স্মরণ করাতে এবং তাদের জীবনের আসল লক্ষ্যের সাথে সম্পৃক্ত করতে দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন ছাত্রসংগঠন কার্যরত ছিল। সেই সংগঠনগুলোর পারস্পরিক বন্ধন মজবুত করতে ২০০৯ সালের ১১ই জানুয়ারী ফেডারেশন অফ ইসলামিক ইয়ুথ অরগানাইজেশন (FIYO) যৌথ প্লাটফর্ম হিসাবে প্রতিষ্ঠিত হয়। ধীরে ধীরে বিভিন্ন ছাত্র সংগঠন এই যৌথ প্লাটফর্মের সদস্যপদ গ্রহণ করে। FIYO এবং তার সদস্য সংগঠনগুলো ছাত্রযুবদের মাঝে কল্যাণকামীতা ও দক্ষতার উন্নয়ন করতে, তাদের চিন্তাভাবনার ইসলামীকরণের সাথে সাথে ইসলামী নবজাগরণের উদ্দেশ্যে কুরবানী দেওয়ার জযবা পয়দা করতে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের প্রোগ্রামের ব্যবস্থা করা হয়। মুসলিম উম্মাহর মধ্যে জাগরণ সৃষ্টি করতে বিভিন্ন বিষয়ে সেমিনার, কনফারেন্স, প্রচার অভিযান ও অন্যান্য প্রোগ্রামের মাধ্যমে পয়গাম ছড়ানোর চেষ্টা করা হয়।
২০১৮ সালের শেষের দিকে FIYO এবং এর সাথে কর্মরত বিভিন্ন রাজ্যের ১০টি ছাত্র সংগঠন নিজেদের কাজকে আরও সুদৃঢ় ও উত্তম পন্থায় করতে এবং লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে একটি জাতীয় সংগঠনের অধীনে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার সিদ্ধান্ত নেয়। ২০১৯ সালের ৩১শে মার্চ সমস্ত সদস্য সংগঠন একটি জাতীয় সংগঠনে পরিণত হয় । এই সংগঠনের নাম রাখা হয় ইসলামিক ইয়ুথ ফেডারেশন (IYF ), যার লক্ষ্য নির্ধারণ করা হয় –