তিন দিনব্যাপী একটি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SDP) অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানে। প্রোগ্রামটি শনিবার ২৮ অক্টোবর) শুরু হয়ে সোমবার (৩০ অক্টোবর) শেষ হয়। এসডিপি’টি আয়োজন করে ইসলামিক ইয়ুথ ফেডারেশনের (IYF) পশ্চিমবঙ্গ জোন। এই প্রোগ্রাম শুরু হয় ক্যাম্পাস সেক্রেটারি সুরাজ সেখের দারসে কুরআনের মাধ্যমে। এরপর পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকে আগত প্রায় ১০০ জন ছাত্র-যুবর মাঝে বিভিন্ন অধিবেশনে বিভিন্ন বক্তাগণ তাঁদের মূল্যবান বক্তব্য পেশ করেন। যেমন, আল আমিন মিশনের (মালদা) শিক্ষক জনাব আলমগীর হোসেন “নন্দিত জাতি নিন্দিত গন্তব্যে” শীর্ষক এক মনোজ্ঞ আলোচনা পেশ করেন। এরপর যথাক্রমে রাজ্য সেক্রেটারি জনাব শাহারিয়াউল হক, রাজ্যের সূরা সদস্য জনাব রফিকুল ইসলাম, উত্তর ২৪ পরগনা ডিভিশনের ইনচার্জ জনাব গোলাম কিবরিয়া যথাক্রমে, “সংগঠনের প্রয়োজনীয়তা”, “ইসলামে শিক্ষার গুরুত্ব” এবং “সীরাতের আলোকে আদর্শ মানুষ” শীর্ষক জ্ঞানগর্ভ বক্তব্য পেশ করেন। বক্তব্য শেষে প্রশ্নোত্তর পর্বও রাখা হয় যা প্রোগামকে এক অন্য মাত্রা দেয়। এছাড়াও, উপস্থিত ভাইদের বহুমুখী মেধার বিকাশ ঘটাতে তাৎক্ষণিক বক্তব্য, বিতর্ক প্রতিযোগিতার পাশাপাশি প্রতিদিন বিকেলে স্পিন রেস, টাগ অফ ওয়ার-সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলার আয়োজন করা হয়। প্রতিযোগিতাগুলোতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে উপস্থিত প্রতিযোগীগণ।
প্রোগ্রামের তৃতীয় দিন ইসলামিক ইয়ুথ ফেডারেশনের রাজ্য প্রেসিডেন্ট জনাব মোহাঃ জইদুর রহমান স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে আগত ছাত্র-যুবদের ইহকালীন ও পরকালীন সফলতা অর্জনে কী করণীয় সেই বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিতে গিয়ে তিনি বলেন, “মানুষের জীবন যদি একটি পুরো কিতাব হয়, তাহলে সেই কিতাবের অন্যতম অধ্যায়টি হলো – ছাত্রাবস্থা। সুপ্ত মেধার খনি হলো এই ছাত্রদল! প্রস্ফুটনের জন্য চাই শুধু উপযুক্ত প্লাটফর্ম। ইসলামিক ইয়ুথ ফেডারেশন সেই প্লাটফর্ম তৈরি করতেই বদ্ধপরিকর।” শেষে বিভিন্ন অ্যাক্টিভিটিতে উত্তীর্ণ সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দিয়ে দোয়া পাঠের মাধ্যমে তিন দিনের এই স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করা হয়।